(Scope of Physics)
পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের চাবিকাঠি। (Physics is the key to science.) অন্যান্য বিজ্ঞানের মৌলিক শাখা হলো পদার্থবিজ্ঞান। (It is the fundamental branch upon which other branches of science are based.) কারণ এর নীতিগুলোই বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি রচনা করেছে। (Its principles underpin them.) উদাহরণস্বরূপ বলা যায়, অণু-পরমাণু গঠন থেকে শুরু করে ঝড়-বৃষ্টির পূর্বাভাষ পর্যন্ত পদার্থবিজ্ঞান বিস্তৃত। (For instance, physics spans from the structure of atoms and molecules to weather forecasting.) পঠন পাঠনের সুবিধার জন্য এবং পদার্থবিজ্ঞানকে বিশদভাবে আলোচনার জন্য তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যথা- (To facilitate study and detailed discussion, physics is divided into several branches, namely:)
(১) সাধারণ পদার্থবিজ্ঞান (General Physics)
(২) তাপবিজ্ঞান (Heat)
(৩) শব্দবিজ্ঞান (Sound)
(৪) আলোকবিজ্ঞান (Light)
(৫) চুম্বকবিজ্ঞান (Magnetism)
(৬) তড়িৎ বা বিদ্যুৎবিজ্ঞান (Electricity)
(৭) ইলেকট্রনিক্স (Electronics)
(৮) পারমাণবিক বিজ্ঞান (Atomic Physics) ইত্যাদি। (etc.)
সাধারণ পদার্থবিজ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা- (General Physics is further divided into two parts:)
(১) বলবিদ্যা (Mechanics)
(২) পদার্থের ধর্ম (Properties of Matter)
বলবিদ্যা বস্তুর উপর বলের ক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করে। (Mechanics deals with the action of forces on objects.) পদার্থের ধর্ম বস্তুর বিভিন্ন গুণ আলোচনা করে। (Properties of Matter discusses various qualities of substances.) বলবিদ্যা আবার দুই ভাগে বিভক্ত, যথা— (Mechanics is again divided into two parts:)
(১) স্থিতিবিদ্যা (Statics) এবং (Statics)
(২) গতিবিদ্যা (Dynamics) (Dynamics)
স্থিতিবিদ্যা স্থিতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করে এবং (Statics deals with the action of forces on stationary objects) গতিবিদ্যা গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করে। (while Dynamics deals with the action of forces on moving objects.) গতিবিদ্যাকে পুনরায় দুই অংশে ভাগ করা হয়—সৃতিবিদ্যা ও চলবিদ্যা। (Dynamics is further divided into kinematics and kinetics.)
পদার্থের কতকগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। (There are several qualities or characteristics of matter.) এগুলোকে মিলিতভাবে পদার্থের ধর্ম (Properties of Matter) বলে। (These are collectively called the Properties of Matter.) পদার্থের ধর্ম দুই প্রকার, যথা— (Properties of Matter are of two types, namely:)
(১) সাধারণ ধর্ম (General property) এবং (General property)
(২) বিশেষ ধর্ম (Special property) (Special property)
যে ধর্ম সকল পদার্থেরই কম-বেশি রয়েছে তাকে পদার্থের সাধারণ ধর্ম বলে, যেমন ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতিস্থাপকতা ইত্যাদি। (General properties are those that all substances more or less possess, such as weight, extension, resistance, elasticity, etc.) আর যে ধর্ম সকল পদার্থের নেই তাকে পদার্থের বিশেষ ধর্ম বলে, যেমন তারতা (Viscosity), পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা ইত্যাদি ধর্ম কেবলমাত্র কঠিন পদার্থের বেলায় দেখা যায়। (Special properties are those that not all substances possess, such as viscosity, malleability, hardness, brittleness, etc. These properties are seen only in solid substances.) এসব ধর্ম কঠিন পদার্থের বিশেষ ধর্ম। (These are special properties of solid substances.) সান্দ্রতা (Viscosity) তরল ও বায়বীয় পদার্থের বিশেষ ধর্ম। (Viscosity is a special property of liquid and gaseous substances.) পৃষ্ঠটান বা তলটান (Surface Tension) তরল পদার্থের বিশেষ ধর্ম। (Surface tension is a special property of liquid substances.)
পদার্থবিজ্ঞানের পরিসর বা আওতা সুবিস্তীর্ণ। (The scope of physics is vast.) মানব সভ্যতার অগ্রগতির মূলে ইহা ভিত্তিপ্রস্তর স্বরূপ। (It serves as a cornerstone for the advancement of human civilization.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইহা বিশেষভাবে প্রয়োজনীয়। (It is especially necessary in every aspect of human life.) পদার্থবিজ্ঞানের সাহায্য ছাড়া এই মহাবিশ্ব সম্মন্ধে কোনো কিছু জানা আমাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। (Without the help of physics, it is completely impossible for us to know anything about this universe.) অসীম আকাশ হতে শুরু করে প্রত্যেক পরমাণুর অভ্যন্তর পর্যন্ত এর পরিধি বিস্তৃত। (Its scope extends from the infinite sky to the interior of every atom.) যেখানেই বস্তু ও শক্তি রয়েছে সেখানেই পদার্থবিজ্ঞানের কিছু না কিছু করণীয় রয়েছে। (Wherever there is matter and energy, physics has some role to play.) সুতরাং সাধারণ শিক্ষার বাহক হিসেবে পদার্থবিজ্ঞানের সেবায় ব্রত হওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য। (Therefore, it is the duty of every citizen to be dedicated to the service of physics as a bearer of general education.) পদার্থবিজ্ঞানের ব্যাপকতা এবং এর ব্যবহার মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। (The vastness of physics and its application play an important role in human welfare.)
বিস্ময়কর অবদান
(Wonderful Contribution)
মানব কল্যাণে পদার্থবিজ্ঞানের অবদান অপরিসীম। (The contribution of physics to human welfare is immense.) বিভিন্ন শক্তি হতে দৈনন্দিন জীবনে আমরা প্রভূত আরাম-আয়েশ পেয়ে থাকি। (We derive great comfort and convenience in our daily lives from various forms of energy.) একমাত্র বিদ্যুৎ শক্তি এত প্রকার কার্যে ব্যবহৃত হয়েছে যে, আধুনিক যুগকে বৈদ্যুতিক যুগ বললেও অত্যুক্তি হয় না। (Electricity alone has been used in so many ways that it would not be an exaggeration to call the modern era the electrical age.) বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক চুল্লি, টেলিগ্রাফ, টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার, রেডিও, মোটর, বিদ্যুচ্চালিত টেন, বিদ্যুচ্চালিত কল-কারখানা সবই বিদ্যুতের অবদান। (Electric fans, electric lights, electric ovens, telegraphs, telephones, televisions, computers, radios, motors, electric trains, electric factories are all contributions of electricity.) বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন এবং তৈল ইঞ্জিন হতে আমরা যে তাপ শক্তি পাই তা বিভিন্ন কার্যে প্রয়োগ করি। (The thermal energy we obtain from steam engines, petrol engines, and oil engines is applied in various works.) বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার, ঊষ্ণতা মাপার জন্য থার্মোমিটার, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য আমরা হাইগ্রোমিটার নামক যন্ত্র ব্যবহার করি। (We use instruments like barometers to measure air pressure, thermometers to measure temperature, and hygrometers to measure the amount of water vapor in the air.) আলোকবিজ্ঞানে আমরা চশমা, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, ক্যামেরা প্রভৃতি ব্যবহার করে থাকি। (In optics, we use glasses, microscopes, telescopes, cameras, etc.) বিভিন্ন বাদ্যযন্ত্র, যথা- হারমোনিয়াম, বাঁশি, ঢাক, ঘণ্টা, পিয়ানো, গ্রামোফোন, বেহালা, এসরাজ, সেতার প্রভৃতি যন্ত্র দ্বারা আমরা বিশেষভাবে উপকৃত হই। (We benefit greatly from various musical instruments such as harmoniums, flutes, drums, bells, pianos, gramophones, violins, esrajs, sitars, etc.) বিজ্ঞানের ক্ষেত্রে হাইড্রলিক প্রেস, বিভিন্ন পাম্প, তুলাযন্ত্র, ঘড়ি, দোলক, লিভার, ক্রেন, পুলি প্রভৃতি যন্ত্রের বহুল ব্যবহার রয়েছে। (In science, there is extensive use of instruments like hydraulic presses, various pumps, balances, clocks, pendulums, levers, cranes, pulleys, etc.) রিয়্যাক্টর নামক যন্ত্রের সাহায্যে পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙ্গে যে প্রচুর শক্তি পাওয়া যায় সেই শক্তিকে বিভিন্ন শিল্পে এবং চিকিৎসাবিজ্ঞানে প্রয়োগ করা হয়। (Using an instrument called a reactor, the enormous energy obtained by splitting the nucleus of an atom is applied in various industries and in medical science.) এছাড়াও বিশ্লিষ্ট এই যন্ত্র পারমাণবিক বোমা প্রস্তুতে ব্যবহৃত হয়। (Additionally, this sophisticated instrument is used to make atomic bombs.) মানুষ আজ রকেট চালিত মহাকাশযানে চড়ে চন্দ্রে এবং গ্রহান্তরে পাড়ি দিচ্ছে। (Today, humans are traveling to the moon and other planets in rocket-propelled spacecraft.) এসবই বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। (These are all wonderful discoveries of science.)
বিজ্ঞানের উন্নতির জন্যই মানুষ পেয়েছে গুহার পরিবর্তে আধুনিক বাড়ি-ঘর, পার্থিব আরাম-আয়েশ ও জীবনের নিরাপত্তা। (Due to the advancement of science, humans have gained modern houses instead of caves, earthly comforts, and life security.)
বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ অতীতে অজানা বহু বিষয় জানতে পেরেছে এবং জীবনযাত্রায় বিভিন্ন রকম সুবিধা ভোগ করতে পারছে। (Due to the advancement of science, humans have been able to learn many unknown things from the past and are enjoying various conveniences in their daily lives.) পদার্থবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার ভিত্তি হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। (Since physics is the foundation of other branches of science, its importance is immense.)
অতএব, পদার্থবিজ্ঞানের জ্ঞানার্জন এবং এর সঠিক প্রয়োগ মানবকল্যাণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। (Therefore, acquiring knowledge of physics and its proper application plays a special role in human welfare.) বিজ্ঞানীরা নিরন্তর গবেষণার মাধ্যমে পদার্থবিজ্ঞানের নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করে চলেছেন, যা আমাদের জীবনযাত্রাকে আরও সহজ ও আরামদায়ক করে তুলছে। (Scientists are continuously discovering new theories of physics through relentless research, which is making our lives easier and more comfortable.)
বিজ্ঞানের বিস্ময়কর অবদান
(Wonderful Contribution of Science)
মানব কল্যাণে বিজ্ঞানের বিশেষত পদার্থবিজ্ঞানের অবদান অসীম। (The contribution of science, especially physics, to human welfare is immense.) দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের প্রয়োগ পরিলক্ষিত হয়। (The application of physics can be observed in almost every aspect of daily life.) বিদ্যুৎ, চৌম্বকত্ব, তাপ, আলো, শব্দ ইত্যাদি পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখার তত্ত্ব ও আবিষ্কার আমাদের জীবনকে উন্নত ও সমৃদ্ধ করেছে। (The theories and discoveries in various branches of physics, such as electricity, magnetism, heat, light, and sound, have enriched and improved our lives.)
বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনের কল্পনা করা অসম্ভব। (It is impossible to imagine modern life without electricity.) বিদ্যুতের সাহায্যে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য কাজ সম্পন্ন করি। (With the help of electricity, we accomplish countless tasks in our daily lives.) বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ, ওভেন, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করে তুলেছে। (Electrical appliances such as refrigerators, ovens, TVs, computers, and mobile phones have made our lives easy and comfortable.)
তাপবিদ্যা আমাদের গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। (Thermal science is being used in various household tasks.) রান্নার জন্য চুল্লি, ঘর গরম করার জন্য হিটার, গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি ইত্যাদি তাপবিদ্যার ব্যবহারিক প্রয়োগ। (Stoves for cooking, heaters for warming rooms, and enhancing the efficiency of car engines are practical applications of thermal science.)
আলোকবিজ্ঞান ও শব্দবিজ্ঞানেও পদার্থবিজ্ঞানের ব্যাপক প্রয়োগ রয়েছে। (Physics has extensive applications in optics and acoustics as well.) ক্যামেরা, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, চশমা ইত্যাদি আলোকবিজ্ঞানের ব্যবহার। (Cameras, telescopes, microscopes, glasses, etc., are uses of optics.) বিভিন্ন বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোনে শব্দবিজ্ঞানের তত্ত্ব প্রয়োগ করা হয়েছে। (Various musical instruments, sound systems, radios, televisions, and mobile phones apply the theories of acoustics.)
নিউক্লিয়ার ফিজিক্সের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। (The contribution of nuclear physics is also particularly noteworthy.) পরমাণুর শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসায় ক্যান্সারের চিকিৎসা, শিল্পে বিভিন্ন প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে নিউক্লিয়ার ফিজিক্সের ব্যবহার রয়েছে। (The use of nuclear physics is found in electricity generation from atomic energy, cancer treatment in medicine, various industrial applications, etc.)
মানুষ আজ বিজ্ঞানের কল্যাণে মহাকাশে পাড়ি দিচ্ছে, চাঁদে পা রাখছে এবং অন্যান্য গ্রহে অভিযান চালাচ্ছে। (Today, humans are traveling to space, setting foot on the moon, and conducting missions to other planets thanks to the benefits of science.) এসবই বিজ্ঞানের অগ্রগতির ফসল। (These are the fruits of scientific progress.)
অতএব, পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান মানব সভ্যতার প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্টভাবে দৃশ্যমান। (Therefore, the wonderful contribution of physics is clearly visible in every aspect of human civilization.) পদার্থবিজ্ঞান আমাদের জীবনযাত্রাকে শুধু সহজ ও আরামদায়ক করে তোলেনি, বরং এটি মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ প্রভাব ফেলেছে। (Physics has not only made our lives easier and more comfortable, but it has also had an extraordinary impact on every aspect of human life.)