Course Content
অধ্যায় ১: কোষ ও এর গঠন (Cell and Its Structure)
0/25
অধ্যায় ৩: কোষ রসায়ন (Cell Chemistry)
0/13
অধ্যায় ৪: অণুজীব (Microorganisms)
0/20
অধ্যায় ৯: উদ্ভিদ শারীরতত্ত্ব
0/19
অধ্যায় ১১: জীবপ্রযুক্তি
0/13
অধ্যায় ১২: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
0/17
জীববিজ্ঞান ১ম পত্র HSC Biology 1st paper Revision Note
About Lesson

পার্থেনোজেনেসিস (Parthenogenesis; গ্রিক Parthenos = virgin genesis = birth): সাধারণত ডিম্বাণু নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয়। জাইগোট বর্ধিত ও বিকশিত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়। কখনো কখনো ডিম্বাণু নিষিক্ত না হয়েই বর্ধিত ও বিকশিত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দিয়ে থাকে অনিষিক্ত ডিম্বাণুর এভাবে নতুন উদ্ভিদ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলে। Spirogyra, মৌমাছি প্রভৃতি জীবে পার্থেনোজেনেসিস ঘটতে দেখা যায়। 

হরমোন প্রয়োগে বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি (parthenocarpy) বলা হয়। উদাহরণ লেবু, কমলালেবু প্রভৃতি। 

পার্থেনোজেনেসিস প্রধানত- দুই প্রকার। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস । 

ক. অনিষিক্ত ডিম্বাণু (in) থেকে ভ্রূণ সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদের জন্ম নিলে সেই প্রক্রিয়াকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস (haploid parthenogenesis) বলে। উদাহরণ : তামাক, কাকমচি ইত্যাদি ।

খ. ডিম্বাণু সৃষ্টির সময় জনন মাতৃকোষে মিয়োসিস না হলে ডিম্বাণু ডিপ্লয়েড (2n) থাকে। এই ডিপ্লয়েড ডিম্বাণু নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ গঠন করে । এই ভ্রূণ বর্ধিত ও বিকশিত হয়ে নতুন উদ্ভিদ জন্ম দেয় । ডিপ্লয়েড ডিম্বাণু থেকে এভাবে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস (diploid parthenogenesis) বলে। উদাহরণ- Antennaria Alchemilla নামক উদ্ভিদ ।