Course Content
অধ্যায় ১: কোষ ও এর গঠন (Cell and Its Structure)
0/25
অধ্যায় ৩: কোষ রসায়ন (Cell Chemistry)
0/13
অধ্যায় ৪: অণুজীব (Microorganisms)
0/20
অধ্যায় ৯: উদ্ভিদ শারীরতত্ত্ব
0/19
অধ্যায় ১১: জীবপ্রযুক্তি
0/13
অধ্যায় ১২: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
0/17
জীববিজ্ঞান ১ম পত্র HSC Biology 1st paper Revision Note
About Lesson

পরিবেশ ব্যবস্থাপনাঃ

i. কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য : পেট্রোলিয়াম কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় যা Single cell protein হিসেবে পশু ও মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অনুজীবের সহায়তায় দুধের (Dairy) কারখানা থেকে নির্গত বর্জ্য (whey) থেকে Lactic acid তৈরি হয়।

ii. সমুদ্রে তেল নির্গমন : Pseudomonas, Nocardia, Mycobacterium বিশেষ ধরনের ঈষ্ট ও মোল্ড জাতীয় ছত্রাক হাইড্রোকার্বন অক্সিডাইজিং অনুজীব হিসেবে কাজ করে।

iii. সিউয়েজ আত্তীকরণ : Sewerage অনুজীব বায়বীয় বা অবায়বীয় ব্যাকটেরিয়াসহ শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ প্রক্রিয়ায় অংশ নেয় তখনও জৈব পদার্থকে (sewerage পদার্থকে) ভেঙ্গে CO2 ও CH, এ পরিণত করে H, গ্যাসীয় অবস্থায় বায়ুমণ্ডলে ছাড়া হয় এবং CH, জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।