About Lesson
স্ট্রোক : মস্তিষ্কে রক্তক্ষরণকে চলতি কথায় স্ট্রোক (ঝঃৎড়শব) বলা হয়। এটি একটি মারাত্মক ব্যাধি।
স্ট্রোকের কারণ : সাধারণত ধমনিগাত্র শক্ত হয়ে যাওয়া ও উচ্চ রক্ত চাপজনিত কারণে মস্তিষ্কে রক্ষক্ষরণ হতে
পারে। অনেক সময় অত্যধিক ¯œায়ুবিক চাপ, যেমনÑ উত্তেজনা বা অধিক পরিশ্রমের কারণে এরূপ রক্তক্ষরণ হয়। নির্গত
রক্ত জমাট বেঁধে মস্তিষ্কের ক্ষতি সাধন করে, রক্ত মস্তিষ্কের গহŸরে ও মাথার খুলিতে ঢুকে গেলে রোগীর মৃত্যুও ঘটতে
পারে।
লক্ষণ : হঠাৎ করেই প্রকাশ পায়। লক্ষণগুলো হলো- প্রচন্ড মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, কয়েক মিনিটের মধ্যে
রোগী সংজ্ঞা হারিয়ে যাওয়া, মাংস পেশি শিথিল হয়ে যাওয়া, শ্বসন ও নাড়ির স্পন্দন কমে যাওয়া, মুখমন্ডল লালবর্ণ ধারণ
করা ইত্যাদি।