About Lesson
৫। মুখমন্ডল, চোখের পাতা, নাক ইত্যাদি অঙ্গ হঠাৎ ফুলে যায় ও সহজে ফোলা কমে না।
৬। সারা দেহে চুলকানি হয়।
এইড্স রোগ প্রতিরোধের উপায়
১। অনিরাপদ যৌন মিলন থেকে বিরত থাকা।
২। ধর্মীয় ও সামাজিক বিধি মেনে চলা।
৩। গণ মাধ্যমের দ্বারা জনগনকে সচেতন করা।
৪। রক্ত গ্রহণে সতর্কতা অবলম্বন করা।
৫। শিরার মাধ্যমে কোন ড্রাগ গ্রহণ না করা।
৬। ব্যবহৃত বেøড, ইনজেকশান সিরিঞ্জ পুনরায় ব্যবহার না করা।
৭। সংক্রামিত ব্যক্তিকে চিহ্নিত করে পৃথকভাবে চিকিৎসার ব্যবস্থা করা।