Course Content
পঞ্চম অধ্যায়: খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Food, Nutrition, and Digestion)
0/17
ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহণ (Transport in Living Organisms)
0/21
সপ্তম অধ্যায় : গ্যাসীয় বিনিময়
0/12
অষ্টম অধ্যায় : রেচন প্রক্রিয়া
0/12
দশম অধ্যায় : সমন্বয়
0/13
একাদশ অধ্যায় : জীবের প্রজনন
0/10
দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও বিবর্তন
0/11
ত্রয়োদশ অধ্যায়: জীবের পরিবেশ
0/10
জীব বিজ্ঞান SSC Online
About Lesson

প্রজনন প্রকৃতি : জীবে বিভিন্ন প্রক্রিয়ায় প্রজনন সংঘটিত হয়। জীবে প্রজনন প্রধানত দু’ভাবে ঘটে। যথা- (ক)
অযৌন প্রজনন এবং (খ) যৌন প্রজনন।
অযৌন প্রজনন : এটি বিভিন্ন প্রক্রিয়ায় ঘটে। যথা- মুকুলোদগম, বিভাজন, খন্ডায়ন, বিভিন্ন স্পোর সৃষ্টি
ইত্যাদি।
যৌন প্রজনন : এতে পুং ও স্ত্রী গ্যামিটের সরাসরি মিলন ঘটে এবং এর ফলে সন্তান উৎপন্ন হয়। এছাড়াও জীবে
পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় প্রজনন ঘটে। এতে ডিম্বাণু সরাসরি নিষিক্ত না হয়ে ভ্রূণ সৃষ্টি করে। এটি আবার দু’প্রকার।
যথা- হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড।
কোন কোন ক্ষেত্রে নিষেক ছাড়াই গর্ভাশয় ফলে পরিণত হয়। এ প্রক্রিয়াকে পার্থেনোজেনেসিস বলা হয়। যেমন- পেঁপে,
আনারস, আঙ্গুর ইত্যাদি। হায়ারেসিয়াম উদ্ভিদে এরূপ দেখা যায়। আবার ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির
ডিপ্লয়েড ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে। একে অ্যাপোস্পোরি বলা হয়। | Camberra, Cupressus dupreziana
ইত্যাদি উদ্ভিদে অ্যাপোস্পোরি ঘটে।