Course Content
পঞ্চম অধ্যায়: খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Food, Nutrition, and Digestion)
0/17
ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহণ (Transport in Living Organisms)
0/21
সপ্তম অধ্যায় : গ্যাসীয় বিনিময়
0/12
অষ্টম অধ্যায় : রেচন প্রক্রিয়া
0/12
দশম অধ্যায় : সমন্বয়
0/13
একাদশ অধ্যায় : জীবের প্রজনন
0/10
দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও বিবর্তন
0/11
ত্রয়োদশ অধ্যায়: জীবের পরিবেশ
0/10
জীব বিজ্ঞান SSC Online
About Lesson

টেন্ডন : মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর ন্যায় শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত থাকে। এ শক্ত প্রান্তকে
টেন্ডন বলে। ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা টেন্ডন গঠিত। এসব টিস্যু
শাখা-প্রশাখাবিহীন, তরঙ্গিত এবং উজ্জ্বল শ্বেততন্তু দ্বারা গঠিত। এরা গুচ্ছাকারে
পরস্পর সমান্তরালভাবে বিস্তৃত থাকে। অনেকগুলো তন্তু একত্রে আঁটি বা বান্ডেল
তৈরি করে। এদের স্থিতিস্থাপকতা নেই। আঁটিগুলো একত্রে দলবদ্ধ হয়ে আঁটিগুচ্ছ
তৈরি করে। আঁটিগুচ্ছগুলো তন্তুময় টিস্যুগুচ্ছ দ্বারা বেষ্টিত হয়ে অধিকতর বড়
আঁটিতে শ্রেণিবদ্ধ হয়। একে পেরিটেন্ডিয়াম বলে। টেন্ডন বেশ শক্ত। পেশি বা
অস্থির তুলনায় টেন্ডনের ভেঙ্গে বা ছিঁড়ে যাবার সম্ভাবনা অনেক কম। টেন্ডন দেহ
কাঠামো গঠন ও দৃঢ়তাদানে, অস্থিবন্ধনী গঠনে সাহায্য করে এবং চাপটানের বিরুদ্ধে
যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে।

 

লিগামেন্ট : পাতলা কাপড়ের ন্যায় কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক বন্ধনী
দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে। একে অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলে।
লিগামেন্ট শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে গঠিত। এতে পীতবর্ণের স্থিতিস্থাপক তন্তুর
সংখ্যা বেশি থাকে। এর মধ্যে সরু, শাখা-প্রশাখাবিশিষ্ট জালিকার ন্যায় বিন্যস্ত
কতকগুলো তন্তু ছড়ানো থাকে। তন্তুগুলো গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান
করে। এদের স্থিতিস্থাপকতা রয়েছে। লিগামেন্ট অস্থিকে আটকে রাখে। এতে অঙ্গটি
সবদিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে এবং হাড়গুলো স্থানচ্যুত ও বিচ্যুত
হয় না। চিত্র ৯.২.২ : লিগামেন্ট