Course Content
অধ্যায় ২: ভেক্টর
0/14
পদার্থবিজ্ঞান ১ম পত্র HSC Physics Revision Note
About Lesson

সূত্র : বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতেই সরল পথে চলতে থাকবে। 

 

এ সূত্রকে অনেক সময় জড়তার সূত্র বলা হয়। কেননা, “জড়তা” মানেই হচ্ছে কোনো পরিবর্তনকে বাধা দেওয়া। আর এ সূত্র থেকে পাওয়া যায় কোনো বস্তু তার যে বেগ আছে (শূন্য বেগসহ) সেই বেগ বজায় রাখতে চায়।

যদি কোনো বস্তু স্থির থাকে বা সমদ্রুতিতে সরল পথে চলে, তাহলে তার ত্বরণ শূন্য হয়। তাই প্রথম সূত্রকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যেতে পারে “যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা না হয়, তাহলে তার ত্বরণ শূন্য হয়।” যেহেতু বল হচ্ছে একটি ভেক্টর রাশি, তাই দুই বা ততোধিক বল সংযুক্ত হয়ে নিট (net) শূন্য বল প্রদান করতে পারে। কোনো বস্তুর ওপর প্রযুক্ত নিট বল হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত স্বতন্ত্র বলগুলোর ভেক্টর সমষ্টি। কোনো বস্তুর ওপর প্রযুক্ত স্বতন্ত্র বলগুলো যদি যথাক্রমে  𝐹1→,𝐹2→  ইত্যাদি হয় তাহলে নিট বল ∑𝐹→ হবে

∑𝐹→=𝐹1→+𝐹2→+𝐹3→+….+…

নিট বল শূন্য হওয়া আর কোনো বল ক্রিয়া না করা একই কথা। নিউটনের প্রথম সূত্রে এ তথ্য ব্যবহার করে আমরা সূত্রটিকে বিবৃত করতে পারি, 

“যদি কোনো বস্তুর ওপর নিট বল শূন্য হয়, তাহলে বস্তুটির ত্বরণও শূন্য হবে ।

 

নিউটনের প্রথম গতিসূত্র বা জড়ত্বের সূত্র বলে: “যদি কোনো বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, তবে বস্তুটি স্থির থাকলে স্থির থাকবে এবং চলতে থাকলে একই সরলরেখায় অভিন্ন বেগে চলতে থাকবে।” (Newton’s First Law of Motion, or the Law of Inertia, states: “An object at rest stays at rest, and an object in motion continues in motion with the same speed and in the same direction unless acted upon by an unbalanced external force.”)


জড়তা (Inertia):

জড়তা হলো বস্তুর সেই ধর্ম যা তার গতির অবস্থা পরিবর্তনে বাধা দেয়। স্থির বস্তু স্থির থাকতে চায় এবং চলন্ত বস্তু চলতে থাকতে চায়, যতক্ষণ না কোনো বাহ্যিক বল প্রয়োগিত হয়। (Inertia is the property of an object that resists changes in its state of motion. A stationary object wants to remain stationary, and a moving object wants to continue moving, unless acted upon by an external force.)


বাহ্যিক বল (External Force):

বাহ্যিক বল হলো কোনো বস্তুতে প্রয়োগিত শক্তি যা তার গতির অবস্থা পরিবর্তন করে। উদাহরণস্বরূপ, একটি টেবিলের উপর থাকা বইটিকে সরাতে আমাদের বাহ্যিক বল প্রয়োগ করতে হয়। (An external force is a force applied to an object that changes its state of motion. For example, to move a book resting on a table, we need to apply an external force.)


উদাহরণ (Examples):

1. একটি বাসে বসে থাকলে, বাস হঠাৎ ব্রেক করলে আপনি সামনের দিকে ঝুঁকে পড়েন। এটি জড়তার একটি উদাহরণ, কারণ আপনার শরীর চলমান অবস্থায় ছিল এবং হঠাৎ থামতে চায়নি। (When sitting in a bus, if the bus suddenly stops, you lurch forward. This is an example of inertia because your body was in motion and didn’t want to stop suddenly.)

2. একটি স্থির পেনসিল তখনই সরানো যায় যখন আপনি সেটিকে ধাক্কা দেন। এখানে, বাহ্যিক বল প্রয়োগ করার আগে পেনসিল স্থির ছিল। (A stationary pencil only moves when you push it. Here, the pencil was stationary until an external force was applied.)