Course Content
অধ্যায় ১০: সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স (Semiconductors and Electronics)
0/16
অধ্যায় ১১: পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান (Atomic Models and Nuclear Physics)
0/13
পদার্থবিজ্ঞান ২য় পত্র HSC Physics Revision Note
About Lesson

সেলসিয়াস স্কেল: জনপ্রিয় ও বহুল প্রচলিত সেলসিয়াস স্কেলে বরফ বিন্দুকে 0° এবং স্টিম বিন্দুকে 100 ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে। (In the Celsius scale, which is popular and widely used, the freezing point of water is marked as 0° and the boiling point as 100°, divided equally into 100 parts.) এর এক এক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস (1°C) বলে। (Each division is called one degree Celsius (1°C).)

 

যেহেতু সেলসিয়াস স্কেলে  θice = 0°C, θstream 100° C এবং N = θstream – θice = 100° C – 0°C = 100°C, সুতরাং সেলসিয়াস স্কেলের জন্য (1.1) সমীকরণের রূপ হলো,

𝜃-0°𝐶100°𝐶=𝑋𝜃-𝑋𝑖𝑐𝑒𝑋𝑠𝑡𝑟𝑒𝑎𝑚-𝑋𝑖𝑐𝑒

বা, 𝜃=𝑋𝜃-𝑋𝑖𝑐𝑒𝑋𝑠𝑡𝑟𝑒𝑎𝑚-𝑋𝑖𝑐𝑒×100°𝐶  (1.2) 

সেলসিয়াস স্কেলে থার্মোমিটার দাগাঙ্কনের জন্য (1.2) সমীকরণ ব্যবহার করা হয় ।

তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনের এসআই (SI) একক হচ্ছে কেলভিন ।

 

কেলভিন: পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1273.16 কে এক কেলভিন (1K) বলে। (In Kelvin scale, one Kelvin (1K) is defined as the temperature difference of 1273.16 between the triple point of water.)

4.58 mm পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প তাপীয় সমতায় থাকে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 273.16 K। এর উপর ভিত্তি করে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0K, বরফ বিন্দু 273.15 K এবং স্টিম বিন্দু 373.15 K। 

সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক হচ্ছে

K = C + 273.15  (1.3)

সাধারণ হিসাব নিকাশের সময় অনেক সময় বরফ বিন্দুকে 273.15 K এর পরিবর্তে 273 K ধরা হয়। তখন (1.3) সমীকরণ দাঁড়িয়,

K = C + 273

সাধারণত তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে  θ এবং কেলভিন স্কেলে T দিয়ে প্রকাশ করা হয়।

T= θ+273

 

স্বাভাবিক বায়ুচাপে ফারেনহাইট স্কেলে পানির হিমাঙ্ক কে ধরা হয় ৩২ ডিগ্রী ফারেনহাইট (°F) এবং স্ফুটনাঙ্ক কে ধরা হয় ২১২ °F, এই দুই বিন্দুর মধ্যবর্তী অংশ কে ১৮০ ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়। (In the Fahrenheit scale, the freezing point of water is marked as 32 degrees Fahrenheit (°F) and the boiling point as 212 °F. The interval between these two points is divided into 180 equal parts.) প্রতিটি ক্ষুদ্র ভাগকে বলা হয় ১ ডিগ্রী ফারেনহাইট। (Each small division is called 1 degree Fahrenheit.)

 আবার সেলসিয়াস স্কেলে স্বাভাবিক বায়ুচাপে পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যবর্তী অংশ কে ১০০ ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগকে বলা হয় ১ ডিগ্রী সেলসিয়াস।

 এক ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা পার্থক্য হল ৫⁄৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের সমান। আর একটি মজার বিষয় হল,−৪০ °F এবং −৪০ °C একই তাপমাত্রা নির্দেশ করে।

 ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা হল -৪৫৯.৬৭ °F ।আবার রানকিন (Rankine scale) তাপমাত্রা পরিমাপক স্কেলে এক ডিগ্রী রানকিন (1 °R) হল, এক ডিগ্রী ফারেনহাইট এর সমান। রানকিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য হল ০ °R পরম শূন্য তাপমাত্রা নির্দেশ করে, আর ৩২° F পানির হিমাঙ্ক নির্দেশ করে।..