ব্যাপন (উরভভঁংরড়হ) :
কোনো কক্ষের মধ্যে অথবা এয়ারকন্ডিশনার যুক্ত বাসের মধ্যে চলার সময় বায়ুর গুমোট ভাব ও দুর্গন্ধ
তাড়ানোর জন্য এয়ার ফ্রেসনার ছড়িয়ে দেয়া হয়। চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়ে। রাতের বেলা ঘরের কোনে হাসনা-হেনা
ফুল ফুটলে কতনা সুন্দর সুবাস পাওয়া যায়। ছাতিম গাছের ফুলের গন্ধে মন উদাস হয়ে যায়। ঘরের মসা, আরশোলা,
পিঁপড়া মারার ক্ষেত্রে আমরা অ্যারোসল ব্যবহার করে থাকি। এ সবগুলো প্রক্রিয়াই ব্যাপন। প্রতিটি ক্ষেত্রে উচ্চ ঘনত্বের
অঞ্চল থেকে নি¤œ ঘনত্বের অঞ্চলে উপাদানের পরিব্যাপ্তি ঘটেছে। অসম ঘনত্ব বিশিষ্ট একটি গ্যাস বা তরল অপর গ্যাসের
বা তরলের মধ্যে স্বাভাবিক ও স্বত:স্ফুর্ত অনু প্রবেশকে ব্যাপন বলা হয়। a
ব্যাপনের পরীক্ষা :
২৫০ সখ আয়তনের একটি বিকার নিন। বিকার না পেলে একটি পরিষ্কার কাচের গøাসও নিতে পারেন। গøাসের বা
বিকারের অর্ধেকটা পানি দ্বারা পূর্ণ করুন। এবার একটুকরা তুঁতে নিয়ে পানির মধ্যে ফেলে দিন। দেখবে ধীরে ধীরে পাত্রের
সমস্ত পানি নীল বর্ণ ধারণ করছে। এটি কিন্তু ব্যাপন। ল্যাবরেটরিতে
যদি পটাসিয়াম পারম্যাঙ্গানেট থাকে তবে তা দিয়েও একই ভাবে
পরীক্ষাটি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে দ্রবন বেগুনি বর্ণ ধারণ
করবে।
মনে রাখবেন :
গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে গ্যাসের
আণবিক ভর যত বেশি তার ব্যাপনের হার তত কম। আর যে
গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপনের হার তত অধিক।
চিন্তা করে উত্তর দিন H2
, N2
, O2
CO2
এর মধ্যে কোন
গ্যাসটির ব্যাপনের হার অধিক হবে।
নি:সরণ :
রিক্সায় চড়ে কোথাও যাচ্ছেন। হঠাৎ করে রিক্সার চাকা ছিদ্র হয়ে যাওয়ায় টিউব থেকে বাতাস বেরিয়ে এলো। পাকা রাস্তা
দিয়ে দ্রæত গতিতে বাস বা ট্রাক চলছে, হঠাৎ করে চাকা ফেটে গিয়ে ভিতরের বায়ু বেরিয়ে এলো। শহর এলাকার পাইপ
লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। পাইপের কোথাও ছিদ্র হয়ে গেলে তীব্র বেগে গ্যাস বেরিয়ে আসে।
এসবগুলো ঘটনাই নি:সরণ। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বাহ্যিক চাপের প্রভাবে পাত্রের সূক্ষ ছিদ্রপথ দিয়ে কোনো
উপাদানের উচ্চ চাপ অঞ্চল থেকে নি¤œচাপ অঞ্চলে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নি:সরণ বলা হয়।
পরীক্ষা : একটি হাইড্রোজেন গ্যাসভর্তি বেলুন নিন।
বেলুনের গায়ে সূচ দ্বারা ছোট একটি ছিদ্র করুন। বেলুনের
ভেতরের হাইড্রোজেন গ্যাসের চাপ বাইরের বায়ুর চাপ
অপেক্ষা বেশি। ছিদ্র পথ দিয়ে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে
আসছে। বেলুনের গায়ের ছিদ্র পথ হাইড্রোজেন গ্যাসকে
স্বত:স্ফুর্ত গতিতে বেরিয়ে আসতে বাঁধা সৃষ্টি করে।
মনে রাখবেন : ব্যাপনের ক্ষেত্রে উপাদান যখন মাধ্যমে
পরিব্যাপ্ত হয় তখন কোনোরূপ বাঁধার সৃষ্টি হয় না কিন্তু
নি:সরণের ক্ষেত্রে এক পাত্র থেকে অন্য পাত্রে পরিব্যাপ্ত
হওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী অঞ্চলে বাঁধার সৃষ্টি হয়।
চিন্তা করে উত্তর দিন :
বেলুন ফোলানোর সময় ফেটে গেলে ব্যাপন কিন্তু বেলুন ফুলিয়ে তার মুখ সূতাদ্বারা বেধে ঝুলিয়ে রাখলে গ্যাসের নি:সরণ
ঘটে কেন